দুর্গা পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য বড় উপহার

0 0
Read Time:2 Minute, 57 Second

নিউজ ডেস্কঃদুর্গা পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য উপহার। নবরাত্রিতেই তাদের বেতন ও পেনশন বৃদ্ধি। কেন্দ্রীর সরকার প্রত্যাশা মতো তার কর্মী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতবার সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেদিক থেকে দেখতে গেলে এবার সেই সিদ্ধান্ত ঘোষণায় সামান্য দেরি হল।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবার যদি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করেছে। এই বৃদ্ধির পরে ডিএ বেড়ে হয়েছে ৪৬ শতাংশ। ডিএ বৃদ্ধির সঙ্গে কর্মচারীদের বেতনও বাড়ছে স্বাভাবিক ভাবেই।

উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকার কর্মী ও পেনশনভোগীদের জন্য বছরে দুবার ডিএ অর্থাৎ মহার্ঘভাতা সংশোধন করে। যার প্রথমটি লাগু হয় ১ জানুয়ারি থেকে। আর দ্বিতীয়টি লাগু হয় ১ জুলাই থেকে। ২০২৩ সালের জন্য প্রথমবার ডিএ সংশোধন করা হয় ২৪ মার্চ। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা এখন সেই সুবিধা পাচ্ছেন। সেই সময় ডিএ ৩৮ শতাংশ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করে ৪২ শতাংশ করা হয়েছিল।

সরকারের এই মহার্ঘভাতা বৃদ্ধি ১ জুলাই ২০২৩ থেকে কার্যকরী হবে। ডিএ কর্মীদের বেতনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর বৃদ্ধির ফলে কর্মীদের প্রাপ্ত বেতনের ওপরে সরাসরি প্রভাব পড়ে। মূলত মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি যত বেশি হবে, কর্মীদের ডিএ তত বেশি হয়।

ডিএ বৃদ্ধি করতে CPI-IW ডেটা বিবেচনা করা হয়। ২০২৩-এর জুলাইয়ে CPI-IW ৩.৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩৯.৭-এ পৌঁছেছে। একবছর আগের সময়ের সঙ্গে তুলনা করলে যা প্রায় ০.৯০ শতাংশ বেশি। এর আগে ২০২৩-এর জুনে এটি ছিল ১৩৬.৪ শতাংশ এবং মে মাসে ছিল ১৩৪.৭ শতাংশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!