ছত্তিশগড় বিধান সভা নির্বাচন

0 0
Read Time:3 Minute, 8 Second

নিউজ ডেস্কঃ ‘ আও নাই সাহেবো, বদল কে রহিবো’ – এটাকে ছত্তিশগড়ের শ্লোগান দাবি বিজেপি নেতৃত্বের আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে এবার ছত্তিশগড়কে পাখির চোখ করেছে বিজেপি। সোমবার (৩০ অক্টোবর), ছত্তীসগঢ়ের রায়গড়ে চার বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার ও রোড শোতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রায়গড়ের রামলীলা ময়দানে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ছত্তিশগড় ও রায়গড়ের জনগণকে কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি থেকে বঞ্চিত করেছে ভূপেশ বাঘেল সরকার। এই সরকার শুধু গান্ধী পরিবারের এটিএম ভর্তি করেছে বলে দাবি করেন তিনি। এর জন্য, রাজ্যের সর্বত্র ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, “এখানকার মানুষ বলছেন, ‘আও নাই সাহেবো, বদল কে রহিবো’, অর্থাৎ, সাহেবরা আসেনি, তাই সরকার বদলাবো। সরকার বদলাবে কিনা তা ভবিষ্যত বলবে। তবে বিজেপি যে উঠেপরে লেগেছে তাতে সন্দেহ নেই।

অটল বিহারি বাজপেয়ীর হাতেই জন্ম ছত্তিশ গড়ের। সেই গড় ফিরে পাবার জন্য লড়াই শুরু করেছে বিজেপি। এদিন, ছত্তীসগঢ়ে মনোনয়ন জমা দেন চার বিজেপি প্রার্থী – রায়গড়ের মহেশ সাহু, খরসিয়ার সুনীতি রথিয়া, লাইলুঙ্গার হরিশ চন্দ্র রথিয়া এবং ধরমজয়গড়ের ওপি চৌধুরী। তাঁদের সমর্থনেই রামলীলা ময়দানে এক জনসমাবেশে ভাষণ দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রচেষ্টাতেই জন্ম হয়েছিল ছত্তীসগঢ় রাজ্যের। প্রথম তিনবার রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছিল। এর জন্য রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। পনেরো বছরে রাজ্যে যে উন্নয়নের গতি এনেছিল বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী মতে গত পাঁচ বছরে কংগ্রেসের শাসনে তা মন্থর হয়ে গিয়েছে। পাঁচ বছর আগের ‘ভুল’ সংশোধন করে, ফের বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এখন অপেক্ষা ভয়ের ফলের দিনের জন্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!