মিজোরামে এবার ত্রিমুখী লড়াই

0 0
Read Time:1 Minute, 43 Second

নিউজ ডেস্কঃ আগামী ৭ তারিখ মিজোরামে ভোট। ইতিমধ্যে মনিপুরে জ্বলেছে আগুন। হতাহতের সংখ্যা অনেক। এই পরিস্থিতিতে হচ্ছে মিজোরামে ভোট। ৪০ আসনের মিজোরাম বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ নভেম্বর। সেখানে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল Mizo National Front (MNF)। তারা জিতেছিল ২৬টি আসনে। তাদের সঙ্গে জোট আছে BJP-র। এছাড়াও লড়াইয়ে আছে কংগ্রস ছাড়াও Zoram People’s Movement (ZPM)। গত বছর এই দলই সেখানে ৬টি আসনে জিতে প্রধান বিরোধীদল হিসাবে উঠে আসে। তাই লড়াই বেশ জটিল।

এবার সেখানে লড়াইয়ে আছেন ১৭৪জন। প্রধান পাঁচটি দল ছাড়াও ২৭জন নির্দল মনোনয়ন জমা দিয়েছে। সেখানে ভোটার সংখ্যা ৮,৫৬,৮৬৮জন। সেখানের শাসকদল MNF, ZPM এবং কংগ্রেস সবগুলি আসনেই প্রার্থী দিয়েছে। শাসকদলে প্রার্থীদের মধ্যে ২৫জন বিদায়ী বিধায়ক। আলাদা করেই লড়াই করছে BJP। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু জানিয়েছেন, গত বছর BJP ৩৯টি আসনে লড়াই করলেও এবার প্রার্থী দিয়েছে ২৩টি আসনে। এছাড়াও চারটি আসনে লড়াই করছে আম আদমী পার্টি। সব মিলিয়ে সীমান্ত এই প্রদেশের অংকের হিসাব খুবই জটিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!