আজ ১৫ নভেম্বর ২০২৩

0 0
Read Time:2 Minute, 12 Second

নিউজ ডেস্কঃ ভারতের ইতিহাসে ১৫ নভেম্বর যথার্থ অর্থেই একটা ‘রেড লেটার ডে’। এর দিন কয়েক আগে নোবেল কমিটি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ঘোষণা করলেও কবির হাতের নোবেল পুরস্কার ওঠে ১৯১৩ সালের ১৫ নভেম্বর। গীতাঞ্জলি’, ইংরেজি তর্জমা – যার নাম ‘সংস অফারিংস’, যার দৌলতে এ দেশ দেখেছিল প্রথম নোবেল পুরস্কারের মুখ। ব্রিটিশ পত্রিকা এথেনিয়াম লিখেছিল- রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে এমন এক স্নিগ্ধতা রয়েছে পশ্চিমের অশান্তচিত্ত মানুষের যা বড়ই দরকার! অস্বীকার করার উপায় নেই- কবির নিজের চিত্তও বিশ্ব ইতিহাসের এই অমূল্য সম্পদটি রচনার কালে ছিল দুশ্চিন্তায় ভরা!

এছাড়াও বাংলার ইতিহাসে ১৫ নভেম্বর খুবই স্মরণীয় দিন। ১৮৩০ সালের ১৫ নভেম্বর রাজা রামমোহন রায় ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। ১৯২৪ সালের ১৫ নভেম্বর কলকাতা কর্পোরেশনের মুখপত্র ‘মিউনিসিপ্যাল গেজেট’ প্রথম সংখ্যা প্রকাশিত। ২০০০ সালের এই দিনই ভারতের ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়।

আদিবাসী আন্দোলনের বীর নেতা বিরসা মুন্ডার জন্ম হয় ১৮৭৫ সালের ১৫ নভেম্বর।

একাধিক কিংবদন্তি ব্যক্তিত্বের মৃত্যু হয় ১৫ নভেম্বর। তাঁদের মধ্যে অন্যতম –

  • সঙ্গীতকার শ্যামলা মিত্র (১৮৯৭)।
  • রহস্য গোয়েন্দা গল্পের স্রষ্টা স্বপ্ন কুমার (২০০১)।
  • প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (২০২০)।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!