শামির মহারণের শিকার কিউইদল

0 0
Read Time:3 Minute, 14 Second

নিউজ ডেস্কঃবিশ্বকাপের ম্যাচে সুযোগ পেয়েও বসেছিলেন টিমের বাইরে হয়তো এই বিশ্বকাপ খেলাই হতনা যদি কিনা অলরাউন্ডার হার্দিক পন্ডিয়া চোটগ্রস্থ না হতেন। টিমের স্বার্থে প্লেয়িং ১১ এর বাইরে বসে থেকে নিজের ক্ষোভ গ্লানি নিজের ভেতরে পুসে রেখেছিলেন তিনি,পন্ডিয়া দল থেকে বাইরে বেরিয়ে যেতেইসামি যেন নেতাজির ন্যায় বলে উঠলেন
“তোমরা আমায় দলে সুযোগ দাও, আমি তোমাদের উইকেট দেব” আর তার এই ডাকে ভরসা করে রোহিত তাকে যে দলে সুযোগ দিল তার পর রোহিত ও টিমের এই সিদ্ধান্তের উপর কোনো প্রশ্ন আসতে দেননি তিনি ।

বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন বুমরার বলে ক্যাচ টি ছেড়ে দেন সামি ,স্বাভাবিক ভাবেই ভারতীয় সমর্থক দের মনে আশঙ্কার মেঘ জমে, কিন্তু যার জন্য এই মেঘ সেই এই মেঘ পরিষ্কার করে দিল কাল ম্যাচ শেষ হতে হতে সে আর কেউ নন সামি ছাড়া,কাল তিনি তার বোলিং এর জাদুতে পিছনে ছেড়েছেন স্টার্ক,মালিঙ্গা কে।এদিন তাদের পিছনে ছেড়ে
এক অনন্য নজির গড়লেন তিনি।

এদিন করা শামির কিছু রেকর্ড রইলো আপনার জন্য–

*বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বলে ৫০ উইকেট নিয়েছেন তিনি।মাত্র ৭৯৫ বলে এই নজির গড়লেন তিনি।আর আগে এই রেকর্ড ছিল মিচেল স্টার্ক এর নামে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন ৯৪১ বলে।

*বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজিরও তিনি ছিনিয়ে নিয়েছেন মিচেল স্টার্কের হাত থেকে।স্টার্ক এতদিন পর্যন্ত তিনবার বিশ্বকাপে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। শামি যে নজির স্পর্শ করেছেন চলতি ওডিআই বিশ্বকাপেই।সবমিলিয়ে চার ম্যাচে শামি এই পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন।এদিনের‌ ম্যাচে শামি ৯.৫ ওভার বল করেছেন। দিয়েছেন ৫৭ রান। সাতজন কিউয়ি ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ডারিল মিচেল, টিম সাউদি এবং লকি ফার্গুসনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই ভারতীয় পেসার। গোটা স্পেলে করেছেন মাত্র দুটি ওয়াইড বল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!