অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য বলিং ,কোন ঠাসা ভারতীয় ব্যাটসম্যান

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্কঃ সম্পূর্ণ বিশ্বকাপে ভারত যেভাবে রাজ করে এসছে তেমনটি হলনা এই মেগা ফাইনালে।ভারত অধিনায়ক নিজের আন্দাজেই শুরু করেন ,কিন্তু বেশিক্ষণ সঙ্গে ছিলেন না মাত্র ৪ রান করে ফিরে যান তিনি।মাঠে আসেন বিরাট।বিরাট ও রোহিতের পার্টনারশিপ গড়ে উঠছিল।


কিন্তু রোহিত একটি বড় শর্ট খেলে ক্যাচ আউট হন ততক্ষনে বিরাট কোহলি সেট হয়ে গেছেন কিন্তু তিনি তখনও অর্ধ শতরান করেন নি।তার সঙ্গে এবার মাঠে ছিলেন শ্রেয়স। কিন্তু তিনিও মাত্র চার রান করে ফিরে যান মাঠে আসেন কে এল রাহুল এরপর বিরাট ও কে এল মিলে ম্যাচ চালাচ্ছিলেন কিন্তু তারপরেই বিরাট কোহলি আউট হন এই বিশ্বকাপের সবথেকে ধীর অর্ধশত রান করে।

কে এল রাহুল ১০৭ টি বল খেলেন আর রান করেন মাত্র ৬৬ আর তিনিও আউট হন এরপরই ভরসার পাত্র ছিলেন জাদেজা তিনি ও মাত্র সাত রান করে ফিরে যান অবশেষে সিরাজ এবং সামি এবং কুলদীপ শেষের দিকে সামলান সুরিয়া কুমারের ১৮ রান যোগ করে ভারত অস্ট্রেলিয়াকে লক্ষ্য দেয় ২৪১ রানের শেষ বলে এক রান করে আউট হয়েছিলেন কুলদীপ। আগত ৫০ ওভারে ভারতকে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য থেকে পিছনে রাখতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!