বুথ ফেরৎ সমীক্ষা – রাজস্থান নিয়ে সংশয়ে সমীক্ষা

0 0
Read Time:2 Minute, 28 Second

নিউজ ডেস্কঃ- বুথ ফেরৎ সমীক্ষা কতটা ঠিক বা বেঠিক তা নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন মানুষ অধীর আগ্রহ বসে থাকে এই সমীক্ষার ফলাফলের জন্য। ফলাফল প্রকাশের আগেই কোন রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে, তার একটা আভাস পাওয়া যায় বুথ ফেরত সমীক্ষাগুলি থেকে। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরই প্রকাশ করা হলো সেই সকল সমীক্ষার ফল। সমীক্ষায় রাজস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে। বিভিন্ন সমীক্ষা সংস্থার পক্ষ থেকে মিশ্র পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেকেই এগিয়ে রেখেছে বিজেপিকে। কেউ কেউ রাজ্যের প্রথা ভেঙে পরপর দুবার সরকার গঠন করবে কংগ্রেস বলেও ইঙ্গিত দিয়েছে। অ্যাক্সিসমাইন্ডিয়ার সমীক্ষার ফল বলছে, রাজস্থানে বিজেপি ৮০ থেকে ১০০টি আসন পেতে দেখা চলেছে। আর কংগ্রেস পেতে পারে ৮৬ থেকে ১০৬টি আসন। ইটিজি রিসার্চের এক্সিট পোলে বলা হয়েছে, বিজেপি ১০৮ থেকে ১২৮টি আসন পেতে পারে, আর কংগ্রেস আটকে যাবে ৫৬ থেকে ৭২ আসনে। ম্যাট্রিজের এক্সিট পোল অনুসারে, বিজেপি ১১৫ থেকে ১৩০টি আসনে জিতে সবথেকে বড় দল হবে বিজেপি। স্বাভাবিক কারণেই সম্ভাবনা বেশি বিজেপির দিকেই।

রাজস্থানে অনেকটা কেরালের ধাচে প্রতি ৫ বছর পর পর সরকার বদল হয়। এবারও কি বদল হতে ছেলেছে? ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে, রাজস্থানে ১০৭টি আসন জিতেছিল কংগ্রেস। বিজেপি জিতেছিল ৭০টি আসন। এছাড়া, সিপিআইএম এবং ভারতীয় ট্রাইবাল পার্টি দুটি করে আসন জিতেছিল। এর বাইরে আরএলপি তিনটি আসন এবং রাষ্ট্রীয় লোকদল একটি আসনে জয়ী হয়েছিল। এছাড়াও নির্দেল জিতেছিল ১৩টি আসনে। বাম ও অন্যান্যদের সমর্থমে কংগ্রেস সরকার গড়েছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!