ইউনেস্কোর স্বীকৃতি পেলো গুজরাটের ‘গরবা’ উৎসব

0 0
Read Time:2 Minute, 16 Second

নিউজ ডেস্ক : আনন্দে উদ্বেলিত হয়ে বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে তাঁর x হ্যান্ডেলে ইউনেস্কোকে ধন্যবাদ জানান। ঘটনাসূত্রে জানা যাচ্ছে, ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তসরকার কমিটির ১৮তম অধিবেশন এই মুহূর্তে জারি রয়েছে আফ্রিকার দেশ বতসোয়ানার কাসান শহরে। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বুধবার সন্ধ্যায়। আর তার পরেই তা পোষ্ট করেন প্রধানমন্ত্রী। ইউনেসকো-র তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ এই খবর জানানো হয়েছে।

প্রসঙ্গত স্মরণীয় যে বাংলার দুর্গাপুজোর পর গুজরাটের লোকনৃত্য গরবা সমাদৃত বিশ্বমঞ্চে। রাষ্ট্রসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ সম্মান ঝুলিতে এল গরবার। গত বছরই এই সম্মানের জন্য ভারত সরকারের তরফে গরবাকে মনোনীত করা হয়েছিল। খুশির হাওয়া গুজরাট-সহ গোটা দেশে। তবে স্বীকৃতি আসলো বুধবার রাতে। সেটি শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন- ‘গরবা হল জীবন, একতা এবং আমাদের ঐতিহ্যের উদযাপন। অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় গরবার অন্তর্ভূক্তির ফলে গোটা বিশ্ব দেখবে ভারতীয় সংস্কৃতি কতটা মন্ত্রমুগ্ধকর। এই সম্মান আমাদের আরও অনুপ্রাণিত করবে আমাদের সংস্কৃৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করতে। যাতে সেটা আমরা ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি। সকলকে অভিনন্দন এই গ্লোবাল স্বীকৃতির জন্য’। সমস্ত গুজরট বাসী আনন্দে উৎসবে মেতে উঠেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!