রবিবার শুরু হয়েছে ১১ তম টাটা ম্যারাথন

0 0
Read Time:2 Minute, 27 Second

নিউজ ডেস্ক::সকাল থেকেই দৌড়ানোর জন্য প্রস্তুত ছিল কোলকাতা। ১১তম টাটা ম্যারাথন রেশ। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও প্রীতিযোগীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দমকল মন্ত্রী সুজিত বসু, দেবাশীস কুমার। স্বাস্থ্য সচেতনতা সবসময় প্রয়োজন, আগামী দিনে এই কর্মসূচি আরও বেশি হোক বলেই মনে করছেন তারা। সকলের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ট্রাক শুট পরে হাজার হাজার মানুষ দৌড় শুরু করেছেন।

একদম সকালেই সাংবাদিকদের রাজ্যপাল বলেন, ভারত দৌড়চ্ছে, কলকাতা দৌড়চ্ছে, বাংলা দৌড়চ্ছে, পুরো পৃথিবী দৌড়চ্ছে। আমরা সকলে দৌড়চ্ছি একতা, শান্তি,সম্প্রিতীর জন্য।” রাজ্যপালের কথায়, রাজনীতি খেলাধুলার মধ্যে প্রবেশ করলে গন্ডগোল বাধে। তাই সকলের মধ্যে ‘স্পোর্টসম্যান’ স্পিরিট থাকা প্রয়োজনীয়। তিনি বলেন, খেলাকে স্বাধীনতা দিতে হবে। তাহলেই খেলার বিকাশ ঘটবে। সুজিত বসু বলেন, শরীর স্বাস্থ্য ভাল না থাকলে কোনও কাজ ভাল হয় না। এখানে যাঁরা প্রতিযোগী তাঁরা সবাই প্রথম হবেন এমন কোনও ব্যাপার নেই। কিন্তু অংশ গ্রহণ করাই বড় ব্যাপার। একদিন দৌড়লে হবে না, রোজ দৌড়তে হবে।” তিনি আরো বলেন, দৌড় জীবনের অঙ্গ। তাই জীবন থেকে দৌড়কে বাদ দেওয়া চলবে না। এ দিকে ম্যারাথনে অংশগ্রহণ করেছেন প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ। সেই কারণে ছুটির রবিতে সকাল থেকে বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। সঙ্গে চলছে যান নিয়ন্ত্রণও। রাত ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রেড রোড।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!