অভিষেক সুদর্শনের

0 0
Read Time:3 Minute, 36 Second

নিউজ ডেস্ক::জোহানেসবার্গে প্রথম একদিনের আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের পর আজই প্রথমবার খেলতে নামছেন লোকেশ রাহুল, ভারত অধিনায়ক হিসেবে।

দুই দলেই একজন করে ক্রিকেটারের অভিষেক হলো। দক্ষিণ আফ্রিকার হয়ে টি২০-র পর এবার ওডিআই অভিষেক নান্দ্রে বার্গারের। ভারতীয় দলে অভিষেক বি সাই সুদর্শনের।

সুদর্শনের অভিষেক হলেও ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করছেন টি২০ সিরিজে ভালো ফর্মে থাকা রিঙ্কু সিংকে আজ খেলানো উচিত ছিল। তবে শ্রেয়স আইয়ার যেহেতু দ্বিতীয় ও তৃতীয় ওডিআইয়ে খেলবেন না, সেক্ষেত্রে তাঁর জায়গায় নিশ্চিতভাবেই দলে আসবেন রিঙ্কু। সঞ্জু স্যামসন থাকায় রিঙ্কুর অভিষেক আজ হলো না।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে উল্লেখ করলেন আগে ব্যবহৃত উইকেটকেই। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটি খেলছে দুই স্পিনার নিয়ে। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছরের মতো এই ম্যাচটি প্রোটিয়া-বাহিনী খেলতে নেমেছে গোলাপি জার্সি পরে।
লোকেশ রাহুল বলেন, বিশ্বকাপের পর আর ক্রিকেট খেলিনি। আমিও টস জিতলে ব্যাটিংই নিতাম। দক্ষিণ আফ্রিকায় পিঙ্ক ওডিআই গুরুত্বপূর্ণ। টিভিতে দেখেছি। তৃতীয় টি২০ আন্তর্জাতিক হয়েছিল ওয়ান্ডারার্সে। রাহুলের আশা, সেই ম্য়াচের মতো এখানেও স্পিনাররা সহযোগিতা পাবেন। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের মুখে হাসি ফোটাবে এই পিচ।

ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, সঞ্জু স্যামসনদের আইপিএল খেলার অভিজ্ঞতাও ভালোই রয়েছে। ফলে চাপের মুখে কী করণীয় সে সম্পর্কে সকলেই ওয়াকিবহাল বলে মত রাহুলের। ভারত অধিনায়কের আশা, ক্রিকেট কেরিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা নিজেদের এই সিরিজে দারুণভাবে মেলে ধরবেন।
ভারত- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, বি সাই সুদর্শন, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার।

দক্ষিণ আফ্রিকা- টনি ডি জর্জি, রিজা হেন্ডরিকস, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুলডার, আন্ডিল ফেহলাকওয়াইও, কেশহব মহারাজ, নান্দ্রে বার্গার, তাবরেজ শামসি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!