জকোভিচের রেকর্ড সাফল্য

0 0
Read Time:4 Minute, 21 Second

নিউজ ডেস্ক::আর কয়েকটা দিন। তারপরই ২০২৩-এর শেষে শুরু হবে ২০২৪। চলতি বছর টেনিস দুনিয়ায় ঘটে গিয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা।

নতুন বছরে তা যেমন অব্যাহত থাকতে পারে, তেমনই টেনিস দুনিয়া থেকে অবসরও নিতে পারেন কোনও নক্ষত্র। তার আগে দেখে নেওয়া যাক ২০২৩ সালে টেনিসে শিরোনামে কারা থাকলেন।

চলতি বছরেই সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়েছেন জকোভিচ। সার্বিয়ান কিংবদন্তি শুরুটা করেন জানুয়ারিতে অ্যাডিলেড ইন্টারন্যাশনালে জয় দিয়ে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে হারান স্তেফানোস সিটসিপাসকে। এর সুবাদে তিনি ২২তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে ধরে ফেলেন রাফায়েল নাদালকে।

এরপর কয়েকটি ইভেন্টে হেরে যান জোকার। দানিল মেদভেদেভের কাছে পরাস্ত হন দুবাই ইন্টারন্যাশনাল ফাইনালে। লোরেঞ্জো মুসেত্তি, ডুসান লাজোভিচ, হলগার রুনেরাও হারান জকোভিচকে। তবে এরপরই ফরাসি ওপেনে দারুণভাবে ঘুরে দাঁড়ান জকোভিচ। ক্যাসপার রাডকে ফাইনালে হারান ৭-৬, ৬-৩, ৭-৫ সেটে।

এই জয়ের সুবাদে পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক বনে যান জকোভিচ, পিছনে ফেলে দেন রাফায়েল নাদালকে। পুরুষ ও মহিলাদের টেনিস মিলিয়ে তিনি ধরে ফেলেন ওপেন এরায় সেরেনা উইলিয়ামসের নজির। সেরেনাও ২৩টি গ্র্যান্ড স্ল্য়াম জিতেছেন। সাময়িক বিরতি নিয়ে জকোভিচ ফেলেন উইম্বলডনে।

উইম্বলডনের ফাইনালেও উঠেছিলেন। যদিও কার্লোস আলকারাজের কাছে হেরে যান। ফলে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজিরটি হাতছাড়া হয়। সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে অবশ্য আলকারাজকে হারিয়ে দেন জোকার। এটিপি ১০০০ খেতাব জয়ের সুবাদে জকোভিচই একমাত্র প্লেয়ার হিসেবে সমস্ত মাস্টার্স টুর্নামেন্ট জেতার নজির গড়েন।
এরপর ছিল ইউএস ওপেন। সেই খেতাব জিতে ২৪তম গ্র্যান্ড স্ল্য়ামটি নিজের ঝুলিতে পুরে ফেলেন। মার্গারেট কোর্ট ছাড়া আর কেউ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিততে পারেননি। এরপর এটিপি ট্যুর ফাইনালস জেতেন। ফাইনালে জান্নিক সিন্নারকে হারিয়ে তিনি রজার ফেডেরারকে পিছনে ফেলে দেন, বিশ্বের প্রথম প্লেয়ার হিসেবে সাতবার জেতেন ট্যুর ফাইনাল।

এবার নিয়ে ৮ বার বিশ্বের ১ নম্বর প্লেয়ার হিসেবে বছর শেষ করলেন জকোভিচ। তবে টেনিস দুনিয়া যে ভবিষ্যতের আরেক নক্ষত্রকে পেতে চলেছে সেই ইঙ্গিত দিলেন আলকারাজ। তিনটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেললেন আলকারাজ। জিতেছেন উইম্বলডন খেতাব। ২০২৪ সালে কোর্টে ফিরছেন রাফায়েল নাদালও। ফলে দুই স্প্যানিয়ার্ডের পাশাপাশি নজর থাকবে জকোভিচের দিকে। সর্বকালীন রেকর্ড সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের নজির জোকার গড়তে পারবেন কিনা তার উত্তর মিলবে চব্বিশে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!