আজ আরাবুলকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করবে পুলিশ

0 0
Read Time:2 Minute, 53 Second

নিউজ ডেস্ক ::গতকালই পুলিশ জানতেন আরাবুল ইজলামকে গ্রেফতার একটা খুবই স্পর্শেকাতর বিষয়। তাই আরাবুলকে পুলিশ কাশীপুর থানায় না রেখে সোজা লাল বাজারে নিয়ে চলে আসে। আজ তাকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করবে পুলিশ।পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতা আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের অভিযোগও। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে আরাবুলকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে গতকালই জানান হয়েছে, আরাবুলকে গ্রেফতার করা হয়েছে বিজয়গঞ্জ থানার একটি মামলার প্রেক্ষিতে। গত বছরের ১৫ জুন ওই মামলা হয়। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে মইনুদ্দিন মোল্লা নামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)- এর এক নেতাকে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল আরাবুলদের নামে।

কিন্তু তাকে গ্রেফতার করা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে। বিরোধী দলনেতা বলেন, আরাবুল তৃণমূলের তাজা নেতা (মদন মিত্র ), তাকে গ্রেফতার করে লঘু ধারায় কেস দিয়ে জমিনে খালাস করে নিয়ে যাবে শাসক দল। আর তারপর ওকে দিয়েই পরিচালনা করা হবে লোকসভা নির্বাচন। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, হঠাৎ ৮ মাস পড়ে কেন আরাবুল গ্রেফতার? নিশ্চই এর পিছনে শাসক দলের গভীর কোনো চক্রান্ত আছে। তিনি আরো বলেন, ”আগেও আরাবুল গ্রেফতার হয়েছেন। তৃণমূল তাঁকে দল থেকে বহিষ্কার করেছে। তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন এবং আবার দলে ফিরেছেন। আসলে কখন এঁরা গ্রেফতার হবেন, কখন দলে থাকবেন— সবই দিদির ইচ্ছায়।’’ পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৮, ৩৩২, ৪২৭, ৪৩৫-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আজ দেখার আদালত আরাবুলের বিরুদ্ধে কি সিদ্ধান্ত গ্রহণ করেন?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!