আজানা অধ্যায় শোনালে‌ন অশ্বিনের স্ত্রী

0 0
Read Time:3 Minute, 43 Second

নিউজ ডেস্ক ::রাজকোট টেস্টে শুধু রাজকীয় জয়ই পায়নি ভারত, একইসঙ্গে একাধিক রেকর্ডও গড়েছে ভারতীয় দল। শুধু দলগত নয় একইসঙ্গে ব্যক্তিগত স্তরেও রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তারমধ্যে অন্যতম রবিচন্দ্রন অশ্বিনের ৫০০ টেস্ট উইকেট। কিন্তু ৫০০ উইকেট নেওয়ার ম্যাচে পারিবারিক সমস্যার মধ্যে পড়তে হয় অশ্বিন। এরজন্য দল ছাড়তে হয়েছিল তাঁকে যদিও ফিরেও এসেছিলেন।

ম্যাচের দ্বিতীয় দিনেই একটি উইকেট নিয়ে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অশ্বিন। তারপরই তাঁকে বাড়ি ফিরে আসতে হয়। রবিবার চতুর্থ দিনের শেষবেলায় দলের হয়ে খেলতে নামেন। একটি উইকেটও পান। কিন্তু ৫০০ এবং ৫০১ উইকেটের মাঝের সময়টা সহজ ছিল না অশ্বিনের জন্য। আজানা সেই কাহিনী সমাজ মাধ্যমে তুলে ধরলেন অশ্বিনের স্ত্রী পৃথ্বী।

রাজকোটে ম্যাচ জয়ের পর অশ্বিনের স্ত্রী লিখেছেন, “হায়দরাবাদে আমরা ৫০০ উইকেটের খোঁজে ছিলাম। তবে সেই মুহূর্ত এল না। বিশাখাপত্তনম টেস্ট শুরু হওয়ার পরই অপেক্ষা শুরু হল। যদিও ৪৯৯টি টেস্ট উইকেট নেওয়ার পরেই ঘরের সব সদস্যদের জন্য মিষ্টি এনেছিলাম। এরইমধ্যে ৫০০ উইকেট পেল। এমনকি আমরা ওর ৫০১তম উইকেটেরও সাক্ষী থাকলাম। ‘
একইসঙ্গে পৃথ্বী লিখেছেন, ‘তবে ৫০০ এবং ৫০১তম উইকেট নেওয়ার মধ্যের ৪৮ ঘন্টায় ওর জীবনে অনেক কিছু ঘটে গিয়েছিল। সেই মুহূর্তগুলো আমাদের সবার জন্য কতটা কঠিন ছিল ভাষায় প্রকাশ করা যাবে না। এটি আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা ছিল।’

এখানেই থেমে না থেকে অশ্বিন পত্নী আরও লিখেছেন, ‘তবে এটি যদি ৫০০ উইকেটের কথা হয় তাহলে তার আগে প্রায় ৪৯৯ এর কথা বলতে হবে, সেটা একটি আশ্চর্যজনক অর্জন ছিল। অশ্বিন অসাধারণ মানুষ। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত এবং আমরা তোমাকে ভালবাসি।’

শুক্রবার অর্থ্যাত ম্যাচের দ্বিতীয় দিনের রাতে বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, পারিবারিক কারণে অশ্বিন রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। ম্যাচের তৃতীয় দিনে অশ্বিনকে ছাড়াই মাঠে নামে ভারত। তাঁর পরিবর্ত ফিল্ডার ছিলেন দেবদত্ত পাল্লিকল।

তৃতীয় দিনে মায়ের অসুস্থতার জন্য চেন্নাই ফিরেছিলেন। কিন্তু রবিবার রাজকোটে পৌঁছেই যে অশ্বিন মাঠে নেমে পড়বেন তা বোঝা যায়নি। রবিবার চা বিরতির পর মাঠে নামতে দেখা যায় অশ্বিনকে। এমনকি বলও করেন চতুর্থ দিনে। মায়ের শরীর খারাপ হওয়ার জন্য বাড়ি ফিরতে হয়েছিল তাঁকে। বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশেষ বিমানে রাজকোটে ফিরিয়ে আনা হয় অশ্বিনকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!