মসজিদে পেট্রোল বোমা হামলা
Read Time:1 Minute, 13 Second
নিউজ ডেস্ক : মসজিদে পেট্রোল বোমা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোয়েম্বাটুরের হিদাথুল সুনাথ জামাত মসজিদে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন আচমকাই অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী ওই মসজিদ লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে। তবে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে মসজিদে এই ধরনের হামলার পর ইসলামিক সংঘটন তাঁদের নিরাপত্তার জন্য শহরের পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন। শহরে আধাসামরিক বাহিনী সহ প্রায় ১,৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।