পদ্মফুলে তাপস! 

0 0
Read Time:3 Minute, 56 Second

নিউজ ডেস্ক ::প্রত্যাশা মতোই বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতেই এদিন বিজেপিতে যোগ দেন তিনি। বাড়িতে ইডির তল্লাশির পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে তাপস রায়ের। শুধু দল নয়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই ইস্যুতে তাঁর পাশে দাঁড়ায়নি।

এমনকি একবারও খোঁজ পর্যন্ত নেয়নি। আর সেই অভিমানেই সোমবার তৃণমূল ছাড়ার ঘোষণা করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। যদিও পদত্যাগ পত্রে ত্রুটি থাকায় এখনও পর্যন্ত বিধায়ক পদে তাপস রায়ের ইস্তফা (Tapas Roy Join Bjp) গৃহীত হয়নি।

আগামীকাল বৃহস্পতিবার ফের একবার পদত্যাগ পত্র তাপস রায় জমা দেবেন বলে খবর। আর এর মধ্যেই বিজেপিতে যোগ দিলেন তিনি। উত্তর কলকাতা আসন থেকেই সম্ভবত বিজেপির প্রার্থী হচ্ছেন তাপস রায়। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে আগামিদিনে উত্তর কলকাতার বর্তমান সাংসদ সুদীপ রায় বনাম প্রাক্তন তাপস রায়ের লড়াই দেখতে পাবে বাংলা।

সুকান্ত মজুমদার বলেন, আমরা তৃণমূলের এক নেতার মতো বলি না, দরজা খুললে দলটা উঠে যাবে। স্বচ্ছ ভাবমূর্তি বেশ কিছু অভিজ্ঞ নেতাদের আমরা দলে নেব বলেছিলাম। সেই মতো তাপস রায়কে বিজেপিকে নেওয়া বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির। অন্যদিকে উত্তর কলকাতায় অভিজ্ঞ একজন রাজনীতিবিদের অভিজ্ঞতার প্রয়োজন ছিল। তাপসদা বিজেপিতে আসায় অনেকটাই সেই জায়গায় পূরণ হবে বলে দাবি শুভেন্দু অধিকারীর।


বলে রাখা প্রয়োজন, আজ বুধবার সকালেই তাপস রায়কে ফোন করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে করা হয়। এরপর রাজ্যের দায়িত্ব প্রাপ্ত নেতা মঙ্গল পান্ডেের সঙ্গেও কথা হয়েছে বলেও জানিয়েছেন বরাহনগরের বিদায়ী তৃণমূল বিধায়ক। এমনকি অফিসিয়ালি পদ্মফুলের পতাকা হাতে নেওয়ার আগে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে এদিন তাপস রায়ের বিজেপি যোগ (Tapas Roy Join Bjp) প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ব্যক্তিগত মান অভিমান থেকে স্পেসিফিক কারণের জন্য তাপস রায় তৃণমূল কংগ্রেস ছেড়েছেন। কিন্তু বিজেপিতে যোগদান করে যদি তাপস রায় শুভেন্দুর মত আচরণ করেন এবং তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে দলটাকে ম্যালাইন করার চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই সঠিক হবে না বলে দাবি কুণাল ঘোষের।

যদিও আগামীদিনে বিজেপি যতই চেষ্টা করুক তৃণমূল কংগ্রেস থেকে কেউ ওই দলে কোকিল হয়ে যোগদান করবে না বলেও দাবি প্রাক্তন তৃণমূল মুখপাত্রের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!