মালদহ উত্তরে কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল প্রার্থীর হুঁশিয়ারি

0 0
Read Time:3 Minute, 36 Second

নিউজ ডেস্ক ::কেন্দ্রীয় বাহিনীকে স্কুলেই বসিয়ে রাখতে হবে। তাদের জল টল দেবেন। ওদেরকে অযত্ন করবেন না। ওরা চাকরি-টাকরি করে। শুধু বলবেন, প্রসূন ব্যানার্জি খেলতে এসেছেন। বুটের দপ দপানি একে ৪৭, এসএলআর দিয়ে কোনও লাভ নেই। শুধু বলবেন, ডাকছি আধ ঘন্টার মধ্যে প্রসূন ব্যানার্জি ঢুকছেন। উনিই বুঝে নেবেন, সব আইন কানুন, অবজারভার সব বুঝে নেবেন। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে পুরাতন মালদা পুরসভা এলাকায় কর্মী সভায় এমনটাই মন্তব্য মালদহ উত্তরে তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি।

ভাইরাল হওয়া ভিডিওতে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, বিএসএফ-প্যারামেলটরি সবাইকে বলছি আইনের মধ্যে থাকুন। আইনের মধ্যে থাকুন। আমরা আইনের মধ্যে আছি। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হোক। প্যারামিটারি যদি ভয় দেখায় তাহলে আমার নাম প্রসূন ব্যানার্জি, আমি আছি। মেয় হুনা।

তবে তৃণমূল প্রার্থী তৃণমূলের নিচুতলার নেতা ও কর্মীদের উদ্দেশে বলেছেন, আধিকারিকদের সম্মান দেবেন। কু-কথা বলবেন না। বাহিনীকে সম্মান দেবেন। ততক্ষণ দেবেন, যতক্ষণ তারা তাঁদেরকে সম্মান দিচ্ছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সবটা তাঁর ওপরে ছেড়ে দিতে, প্রয়োজনে তিনি রাস্তায় নামবেন। চারিদিক অবরুদ্ধ হয়ে যাবে। সারা ভারত দেখবে, মালদা উত্তরে ভোট হচ্ছে।

মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থীর এমন হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি পার্থ সারথী ঘোষ বলেছেন, প্রশাসনের সঙ্গে শাসকদলের যোগসূত্র রয়েছে। পুলিশ কর্তারা তৃণমূল কংগ্রেসের দলদাসের পরিণত হয়েছেন। পুলিশ সুপার হিসাবে কর্মজীবনে শাসকদলের নির্দেশে কাজ করতেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুস্থ ও শান্তিতে ভোট করার জন্য বাহিনী মোতায়েন করেছে। এমন হুমকিকে মানুষও গুরুত্ব দিচ্ছে না বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে, এব্যাপারে নিজের এক্স হ্যান্ডের বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য বলেছেন, আইপিএস হিসেবে অবসর নেওয়ার পরের দিন তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, একজন পুলিশ আধিকারিক হয়ে তিনি কী করেছে, তা এখান থেকেই কল্পনা করা যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!