“লোকসভা নির্বাচনে হিংসা করা যাবে না”: রাজ্যপাল সিভি আনন্দ বোস

0 0
Read Time:3 Minute, 9 Second

নিউজ ডেস্ক ::দিনহাটার ঘটনা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ধরনের কাজ চলবে না। দিনহাটায় যা হয়েছে তা কেউ দেখতে চায় না। এমনই বার্তা দিলেন রাজ্যপাল। রাজভবন থেকে শুক্রবার এই বার্তা দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিবাদে জড়িয়ে পড়েন প্রকাশ্য রাস্তায়। একে অপরের দিকে তেড়ে যান বলে অভিযোগ। বিজেপি ও তৃণমূল কর্মীরা মারমুখী হয়ে উঠেছিল। পুলিশ আধিকারিকরা জখম হন। মহকুমা শাসকের মাথা ফাটে। দিন কয়েক আগে কোচবিহারের দিনহাটায় এই ঘটনা দেখতে পাওয়া যায়।

পরদিনই রাজ্যপাল সিভি আনন্দ বোস কোচবিহার ছুটে যান। দিনহাটায় গিয়ে কথা বলেন রাজনৈতিক নেতাদের সঙ্গে। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন। প্রশাসনিক মহলের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। আজ শুক্রবার দিনহাটার সঙ্গে বার্তা দিলেন রাজ্যপাল স্বয়ং।

দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়নের গুহের ঝামেলা নিয়ে আবার মুখ খুললেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেটা দিনহাটায় দেখেছি, সেটা কেউ দেখতে চায় না। রাজভবনের তরফে বার্তা দেওয়া হয়েছে। এই ধরনের কাজ চলবে না । লোকসভা নির্বাচনে হিংসা করা চলবে না।
সন্দেশখালি এবং দিনহাটার প্রসঙ্গে রাজভবনের তরফে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে। রাজ্যে যাতে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব হয়। সেই কথা বলা হয়েছে। দিনহাটার ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছিল রাজভবনের তরফে। সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, সব রিপোর্টই ফিল্টার করে পাঠানো হয়। রিপোর্টের থেকেও বড় ব্যাপার আমি দিনহাটায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছি। গ্রাউন্ডে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা। সেটা রিপোর্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ।

রাজ্যভবনের তরফে ‘লোগসভা’ পোর্টাল তৈরি করা হয়েছে। সেই পোর্টালে একশোরও বেশি সাজেশন জমা পড়েছে। কীভাবে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ করা যায়? সেইসব প্রসঙ্গে মতামত দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!