পুরোদস্তুর রাজনৈতিক দল প্রশান্ত কিশোরের জন সুরাজ

0 0
Read Time:4 Minute, 7 Second

নিউজ ডেস্ক ::আগে নির্বাচনের বছরগুলিতে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নথিভুক্তির প্রতিযোগিতা লেগে যেত। কিন্তু নির্বাচন কমিশন নিয়ম বদল ও নজরদারির ফলে সেখানে কিছুটা নিয়ন্ত্রণ এসেছে। এবার লোকসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি দল নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়েছে।

এবার যে কয়েকটি দল নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়েছে, সেগুলির মধ্যে চারটি হল বিহারের। তাদের নির্বাচনী প্রতীকও বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও রয়েছে। নির্বাচন কমিশন তাদেরকে রাজ্য দল হিসেবে আপেল প্রতীক বরাদ্দ করেছে।

নির্বাচন কমিশন সাধারণভাবে দলের কাঠামো এবং ফলাফলের ওপরে নির্ভর করে রাজনৈতিক দলগুলিকে শ্রেণিবদ্ধ করে থাকে। এর মধ্যে জাতীয় দলগুলির মর্যাদা বেশি। তবে নতুন নথিভুক্ত দলগুলিকে নির্দিষ্ট রাজ্য কিংবা অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়। তারপর তাদের ফলাফল অনুযায়ী মর্যাদা বৃদ্ধি করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহারের পাশাপাশি ঝাড়খণ্ডে আপেল নির্বাচনী প্রতীকে প্রার্থী দেওয়ার অনুমতি পেয়েছে জন সুরাজ পার্টি। বিহারের বাকি যে তিনটি দল নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়েছে, সেগুলি হল, অল ইন্ডিয়া ন্যাশনাল ডিফেন্স ফোর্স, কিষাণ ক্রান্তি দল, মিশন ইন্ডিপেন্ডেন্ট জাস্টিস পার্টি।
বাকি তিন দলের নির্বাচনী প্রতীকের মধ্যে অল ইন্ডিয়া ন্যাশনাল ডিফেন্স ফোর্স পেয়েছে রিং, মিশন ইন্ডিপেন্ডেন্ট জাস্টিস পার্টি পেয়েছে হুইসেল এবং কিষাণ ক্রান্তি দল পেয়েছে খাবার ভরা প্লেট। এই তিনটি দল বিহারের চল্লিশটি আসনের জন্য তাদের নাম নির্বাচন কমিশনে নথিভুক্ত করেছে।

প্রসঙ্গত, ২০২২-এ জন সুরাজ নামে দল গঠনের কছা জানিয়েছিলেন প্রশান্ত কিশোর। দল গঠনের পর থেকে তিনি বিহারের বিভিন্ন জেলায় পদযাত্রা করেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। যা তিনি এখনও চালিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপির ৩৭০ আসন পাওয়ার ডাক কিংবা এনডিএ-র ৪০০ পাওয়ার ডাক সফল হবে না। অন্যদিকে, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি আগের বারের থেকে ভাল ফল করবে। পাশাপাশি তিনি বিজেপি আর নরেন্দ্র মোদীই সেরা এই ন্যারেটিভ নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, গরিবি হঠাওয়ের ডাক দিয়ে ১৯৭১-এর বিপুল জনাদেশ নিয়ে জিতে আসার তিন বছরের মধ্যে দেশের বড় অংশের মানুষ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন।

এর কিছুর পরেও এবার প্রশান্ত কিশোর বিহার কিংবা ঝাড়খণ্ড থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছেন কিনা তা এখনও পরিষ্কার করেননি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!