৯ এপ্রিল কোলকাতায় উদযাপিত হলো Hynn. Fit.ফিটনেস স্টুডিওর প্রথম বার্ষিকী অনুষ্ঠান

0 0
Read Time:2 Minute, 15 Second

নিউজ ডেস্ক ::কোলকাতায় ২০২৩ সালে প্রথম এই ফিটনেস সংস্থা সবার সামনে নিজেকে প্রকাশ করে। তার পরেই দ্রুত গতিতে এগিয়ে চলে এই স্বাস্থ্য সংস্থা। এদের প্রধান লক্ষ্য মানুষেকে শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম রাখা। এটি শুধু একটি জিম নয়, মানুষকে আনন্দের মধ্য দিয়ে সুস্থ রাখার ক্লাব।

মঙ্গলবারের প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা অভিনয় জগতের পরিচিত মুখ দেবলীনা কুমার, যিনি এই স্বাস্থ্য ক্লাবের একজন সদস্য। এই সংস্থার বিভিন্ন ওয়ার্ক শপে তিনি আগেও উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে জুম্বা ও যোগার আয়োজন করা হয়।

Wynn. Fit শুধু একটা জিম নয়,স্বাস্থ্য ঠিক রাখার একটা সামগ্রিক সংস্থা। এখানে ভারোত্তলন, নাচ, যোগা,বক্সিং সহ বিভিন্ন শারীরিক ব্যায়াম শেখানো হয়। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেহ ও মনের সার্বিক বিকাশ ঘটেনোই Wynn. Fit এর লক্ষ্য। স্বল্প ব্যয়ে ওরা মানুষকে আনন্দ দিয়ে স্বাস্থ্য সচেতন গড়ে তোলে। পরবর্তী প্রজন্মকে আরো স্বাস্থ্যমুখী কেরে তোলাই ওদের লক্ষ্য।

দেবলীনা কুমার বলেন, গত বছর থেকে এই স্বাস্থ্য সংস্থার সদস্য হতে পেরে আমি খুবই উপকার পেয়েছি। এখানকার প্রশিক্ষকরা খুবই ভালো ও জ্ঞানী মানুষ। তারা প্রত্যেককে তাদের মতো করে আনন্দের সঙ্গে স্বাস্থ্য সচেতন করে তোলেন। ফলে বেশ আনন্দের মধ্য দিয়ে শরীর ফিট রাখা যায়। আশাকরি আরো যত দিন যাবে ততই Wynn. Fit সামনের দিকে এগিয়ে যাবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!