পাণ্ডুয়ায় ইদের নমাজে শুভেচ্ছা বিনিময় দিদি নম্বর-১ রচনার

0 0
Read Time:3 Minute, 13 Second

নিউজ ডেস্ক ::পান্ডুয়ায় ঈদের অনুষ্ঠানে যোগ দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া কলবাজার জিটি রোডে ঐতিহ্যবাহী পবিত্র ঈদের নামাজ শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে। এক মাস রমজান মাস পালনের পর আজ পালিত হচ্ছে খুশির ঈদ।

প্রাচীন এই কাল থেকেই কলবাজারে জিটি রোডের নামাজে এলাকার কয়েক মুসলিম ধর্মপ্রান মানুষ একত্রে নামাজ পড়েন। পান্ডুয়া মারকাস মসজিদের সামনে জি টি রোডে হয় এই নামাজ।নাজাম উপলক্ষে করা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।হুগলি লোকসভার তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঈদের উৎসবে যোগ দেন।

ইদ উপলক্ষ্যে জমে উঠেেছ ভোটের প্রচার। সকাল সকাল শহরে খুশির ইদের আমেজ। এক মাস রোজার নিয়ম পালনের পর আজ খুশির ইদ। সকাল সকাল নমাজ পাঠে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে আনন্দে মেতে ওঠেন মুসলিম ধর্মালম্বিরা। তাঁদের আনন্দ উৎসবে সামিল হন হিন্দুরাও। এটাই ভারতের ঐতিহ্য। সেই ঐতিহ্য মেনেই গোটা দেশে আজ খুশির ইদ পালিত হচ্ছে।

আর সামনেই যেহেতু লোকসভা ভোট সেহেতু সকলেই এই সুযোগে ভোেটর প্রচারও সেরে নিচ্ছেন। সকালে রেডরোেড ইদের সমাবেশে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইদের শুেভচ্ছা জানানোর পাশাপাশি ভোটের প্রচারও সেরেেছন তিনি। এক কথায় আজ ইদের উৎসব আর ভোটের রাজনীতি মিলেমিশে গিয়েছে। সকাল থেকেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে নেমে পড়েছেন।

হুগলিতে প্রচারে নেমেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দিদি নম্বর ওয়ান রচনাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সেকারণে এবার এই কেন্দ্রে একটু চাপে রয়েছে বিজেপি। দুজনেই প্রাক্তন অভিনেত্রী। কিন্তু লকেট চট্টোপাধ্যায় অনেকদিন আগেই অভিনয় ছেড়ে দিয়েছেন। এখন তিনি সক্রিয় বিজেপি কর্মী। দিল্লিতে পর্যন্ত পৌঁছে গিেয়ছিলেন তিনি। অন্যদিকে রচনা এখনও বিনোদনের দুনিয়ায় রয়েছেন। টেলিভিশনে তাঁর রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান ভীষণভাবে জনপ্রিয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!