মাধ্যমিকে জেলাভিত্তিক পাশের হারে চমকপ্রদ ফল কালিম্পং-এর!

0 0
Read Time:2 Minute, 45 Second

নিউজ ডেস্ক ::বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিকের ফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষ পর্ষদ আয়োজিত এই পরীক্ষায় এবার পাশের হার কিছুটা বেড়েছে। ফলাফলের নিরিখে এবারও এগিয়ে জেলার স্কুলগুলি। এবার পাহাড়ের এক জেলার ফল চমকপ্রদ হয়েছে।

পাশের হারের নিরিখে সবার আগে রয়েছে কালিম্পং। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয়স্থানে রয়েছে কলকাতা। ২০২৩-এ জেলাভিত্তিক পাশের হারে সব থেকে আগে ছিল পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ছিল ৯৬.৮১ শতাংশ। দ্বিতীয়স্থানে ছিল কালিম্পং, পাশের হার ছিল ৯৪.১৩ শতাংশ এবং তৃতীস্থানে ছিল কলকাতা, পাশের হার ছিল ৯৩.৭৫ শতাংশ।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল।

এবারের মাধ্যমিকে প্রথম দশে থাকা ৫৭ জনের মধ্যে একজন মাত্র কলকাতার। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের সাত জন, পূর্ব মেদিনীপুরের সাত জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের তিন জন, পশ্চিম মেদিনীপুরে চাক জন, মালদহের চার জন, কোচবিহারের দুই জন, হুগলির দুই জন, নদিয়ার দুই জন, পুরুলিয়া ও উত্তর দিনাজপুরের একজন করে।

বিশেষজ্ঞরা বলছেন, বাম আমল থেকে মেধার দিক থেকে বরাবরই এগিয়ে জেলাগুলি। সেই সময় থেকেই জেলার ফল ভাল হয়ে আসছে। এর মধ্যে কলকাতা হোক কিংবা জেলা সদর, সেখানকার ইংরেজি মাধ্যম স্কুলগুলি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অনেকটাই বদলে দিয়েছে। কিছুটা সামর্থ থাকলে অভিভাবকদের বড় অংশ সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করছেন। ফলে বাংলার মাধ্যমিক বোর্ডে কমছে ছাত্রছাত্রী কমার সঙ্গে মেধাবীদের সংখ্যাও কমছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!