ভাগার কান্ডের স্মৃতি ফিরিয়ে আটক দোকান মালিক
Read Time:57 Second
নিজস্ব প্রতিদিন– ভাগার কান্ডের স্মৃতি ফিরিয়ে আটক দোকান মালিক, ফ্রিজে রাখা মুরগীর মাংস।গুপ্তিপাড়া স্টেশন বাজারে সুশান্ত দাসের মাংসের দোকান থেকে আজ বিকেলে প্রায় এক কুইন্টাল মাংস আটক করে পুলিশ। ডিপ ফ্রিজারে রাখা ছিল বিপুল পরিমান প্রায় বরফ হয়ে যাওয়া মাংস।নামি ফার্মের মাংস বিক্রির নামে ফ্রিজে জমিয়ে রাখা মুরগীর মাংস বিক্রি করার অভিযোগ ছিল বিক্রেতার বিরুদ্ধে। খবর পেয়ে আজ হানা দেয় পুলিশ।কি উদ্দেশ্যে এই মাংস মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে বলাগড় থানার পুলিশ।