বগি ছেড়ে পালালো ইঞ্জিন
Read Time:1 Minute, 9 Second
নিউজ ডেস্ক: ফের রেল দুর্ঘটনায় বিপত্তি। তবে এবার বিপত্তি ঘটলো বিশাখা এক্সপ্রেসে। ভুবনেশ্বর থেকে সেকেন্দ্রাবাদগামী যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে এই এক্সপ্রেসটিতে। এবারে ইঞ্জিন ও বগি সংযুক্ত রড ভেঙে ঘটে এই বিপত্তি। আর এই ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। জানা যায় বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে গিয়ে ১০ কিলোমিটার বেগে ছুটে চলে যায় ইঞ্জিন। যাত্রীরা জানতেই পারেনি তাঁদের গাড়ির ইঞ্জিনের বগি ছেড়ে অনেকক্ষণ আগেই চালক নিয়ে চলে গেছে অন্য জায়গায়। এমন ঘটনার খবর পেয়েই অকুস্থলে ছুটে আসেন রেল আধিকারিকরা। জানা যায় অন্ধ্রপ্রদেশের নার্সিপাটনাম এবং টুনি স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।