ভাইরাল ভিডিও : বিছানায় পোজ অ- এ অজগর
নিউজ ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিছানায় অজগরের নড়াচড়া য় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ফেসবুকে। এমনকি কমেন্টের বন্যা বয়েছে এমন হরিবল পোস্টে। রবারের বা পোষ্য অজগর নয়। এক্কেবারে সত্যিকারের অ -এ অজগর। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এর গ্লাস হাউসের মাউন্টেনসের একটি বাড়িতে । বাড়ির ছাদ থেকে আলো আসার গর্তের মধ্যে দিব্যূ বসে আছেন কুন্ডলী পাকিয়ে। কিন্তু নিজের শরীরের ভার সহ্য করতে না পেরেই ঝুলতে ঝুলতে অবশেষে ধপাস করে বিছানার উপর পড়লেন চিৎপটাইং করে। অবশ্য সেই সময়ে বিছানায় কেউ ছিলেন না। এমন কি নতুন জায়গায় পড়ার পরেও তার কোনো হেল দোল ছিল না। বেশ রয়েছেন । গৃহকর্তা এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই খবর দিলেন সান সাইন কোস্ট স্নেক ক্যাচার্স দের ।তারা এসে অজগর টিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। তারা জানান এই অজগরটির নাম কার্পেট পাইথন। তবে যাই হোক, অজগর তো অজগরই হয়। তার খোশ মেজাজে বিছানায় শুয়ে থাকার পজে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়িং রেট বেশ বেড়ে গেলো বৈকি। তারা বেশ খুশিও হয়েছে এমন ছবি দেখতে পেয়ে।