নির্লজ্জের মতো চিদাম্বরমকে খোঁজা হচ্ছে, টুইট প্রিয়াঙ্কার
Read Time:1 Minute, 18 Second
নিউজডেস্ক- প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে নিয়ে এই মুহুর্তে উত্তাল জাতীয় রাজনীতি। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় চিদাম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ হওয়ার পর থেকেই কার্যত বেপাত্তা চিদাম্বরম। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত তিন দফায় সিবিআই ও ইডির যৌথ দল চিদাম্বরমের বাড়িতে গেলেও তার দেখা পায়নি। চিদাম্বরমকে নিয়ে পরিস্থিতি যখন ক্রমশ ঘোরালো হচ্ছে ঠিক তখনই চিদাম্বরমের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বুধবার সকালে চিদাম্বরমের পাশে দাঁড়িয়ে কংগ্রেস নেত্রী টুইট করেছেন, “নির্লজ্জের মতো চিদাম্বরমকে খুঁজে বেড়াচ্ছে সিবিআই। এই সরকারের ব্যার্থতার দিকগুলি বারবার জনসমক্ষে তুলে ধরেছেন চিদাম্বরম। পরিস্থিতি যাই আসুক চিদাম্বরম সর্বদা সত্যের জন্য লড়াই চালিয়ে যাবে”।