আবারো গোলযোগ মেট্রোতে, সমস্যায় নিত্যযাত্রীরা
Read Time:46 Second
নিউজডেস্ক- ফের একবার অফিস টাইমে মেট্রোতে যান্ত্রিক গোলযোগের ফলে চূড়ান্ত হয়রানির সম্মুখীন হলেন নিত্যযাত্রীরা। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দমদম মেট্রো ষ্টেশনে দরজায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যার ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। মেট্রো রেল সুত্রে খবর, দমদম থেকে কবি সুভাষ গামী একটি মেট্রোর দরজা বন্ধ না হওয়ার ফলে এই সমস্যার সূত্রপাত। বেশ কিছুক্ষন পরিষেবা বন্ধ থাকার ফলে স্বাভাবিক হয় পরিস্থিতি।