রুদ্ধশ্বাস করা টিজার তাক লাগালেন অমিতাভ – চিরঞ্জীবীরা
Read Time:1 Minute, 9 Second
প্রতিভা নাথ- ছবির নাম ‘ সি রা নরসিমহা রেড্ডি ‘ ছবির গল্প চেনা, বাহুবলীর স্মৃতি কিছুটা উস্কে দিয়ে রুদ্ধশ্বাস কিছু দৃশ্য নিয়ে ছবির টিজার মুক্তি পেয়েছে গতকাল। ছবির প্রেক্ষাপট স্বাধীনতা যুদ্ধ, সেখানেই এক দক্ষিনী যোদ্ধা নরসিমহা রেড্ডি। এটি কোনো কল্প কাহিনী নয়। মূলত ১৮৫৭ সালে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম এগিয়ে আসে নরসিমহা রেড্ডি। তার জীবনের নানা কাহিনীই এই ছবিতে ফুটে উঠবে। এই ছবিতে চিরঞ্জীবী ছাড়াও আছেন বাহুবলী খ্যাত তামান্না, রীতেশ দেশমুখ, নয়নতারা, তবে এই ছবির মূল আকর্ষণ বলিউড এর বিগ বি অমিতাভ বচ্চন। ইতিমধ্যেই ছবির টিজার নেট দুনিয়াতে তোলপাড় শুরু করে দিয়েছে। অপেক্ষা শুধু ছবি মুক্তির।