ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে চার বোলার খেলানোর ভাবনা কোহলির
Read Time:1 Minute, 1 Second
নিউজডেস্ক- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে চার বোলার নিয়ে মাঠে নামার কথা ভাবছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিমধ্যেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে ফেলেছে কোহলি ব্রিগেড। এবার তাদের লক্ষ্য টেস্ট সিরিজ। আজ থেকে অ্যান্টিগায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। তার আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে ভারত অধিনায়ক জানান, “উইকেট দেখতে পারিনি। তা দেখার পর আমরা ঠিক করব তিনজন পেসার ও একজন স্পিনার নিয়ে খেলব না দুই পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামব”।