বরানগরের তারক ভোলা মন্দিরে পালিত হল বাবা বাসুদেবের ৭৭ তম জন্মবার্ষিকী
Read Time:1 Minute, 7 Second
নিউজডেস্ক- শুক্রবার জন্মাষ্টমীর পুন্য লগ্নে মহা ধুমধামে বাবা বাসুদেবের ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হল বরানগরের তারক ভোলা মন্দিরে। বাবা বাসুদেবের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন কয়েক হাজার ভক্তের সমগম হয়েছিল বরানগরের এই বিখ্যাত তারক ভোলা মন্দিরে। দীর্ঘদিন ধরে এই বিশ্বাস প্রচলিত হয়ে আসছে যে, এই মন্দিরের প্রতিষ্ঠাতা তথা প্রধান পুরোহিতের হাত থেকে জল ও বেলপাতা সেবন করলে নাকি ক্যান্সার সহ নানান দুরারোগ্য ব্যাধি থেকে চিরতরে মুক্তি মেলে। এই বিশ্বাস মনে নিয়েই দীর্ঘ ৭৭ বছর ধরে এই মন্দিরে পাড়ি জমান অসংখ্য ভক্ত। এদিন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল।