গণেশ চতুর্থী উপলক্ষ্যে মৌ চট্টোপাধ্যায়ের একটি অন্য ধারার গান ” গণপতি বাপ্পা দেবা ও দেবা”
গত ২১ আগষ্ট পার্ক স্ট্রিটের জে এম ডি স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হল মৌ চট্টোপাধ্যায়ের একটি অন্য ধারার গান । গণেশ চতুর্থী উপলক্ষ্যে ” গণপতি বাপ্পা দেবা ও দেবা” এই গানটি যেন বৈচিত্র্যে, বিন্যাসে এবং অভিনবত্বে অবশ্যই ব্যতিক্রমী ! মৌ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রথিতযশা সঙ্গীতশিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের নাতনি । এবং সেই সঙ্গীত ঘরানার বাইরে বেরিয়ে এটি যেন এক সাহসী পদক্ষেপ । কলকাতায় এর আগে সম্ভবতঃ এইরকম কাজ হয়নি ।মৌ চট্টোপাধ্যায়ের সুরেলা কণ্ঠ এবং অবশ্যই আদর্শনিষ্ঠ শ্রুতিমধুর এই গানটিতে সুরারোপ করেছেন রাম কুমার
চট্টোপাধ্যায়ের নাতি এবং মৌ এর বড় দাদা ঋষিকুমার চট্টোপাধ্যায় ,গীতিকার উৎপল দাস। সুরের মূর্ছনায় এই বিশেষ গানটি বেশ ওপ্রশংসার দাবিদার, তা আর বলার অপেক্ষা রাখে না । রিদম ডিজাইন, সোমনাথ রায়, সুপ্রিয় ভট্টাচার্য । মেলোডি ডিজাইন, তন্ময় চট্টোপাধ্যায় । সাউন্ড রেকর্ডিং, সুদীপ সাতরা । ভিডিওগ্রাফি করেছেন সুনন্দ মুখোপাধ্যায় ও আলাপ বোস । আগামী ১ সেপ্টেম্বর পরম্পরা মিউজিক চ্যানেলে এই গানটি সম্প্রচারিত হবে ।
