জন্মাষ্টমীতে খুদে কৃষ্ণদের শোভা যাত্রা নজর কারলো বুনিয়াদপুর বাসীর
Read Time:1 Minute, 11 Second
ধ্রুব জ্যোতি মহন্ত(দক্ষিণ দিনাজপুর)- বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী উদযাপন করা হলো বুনিয়াদ পুর এ। শনিবার সকালে বুনিয়াদ পুর এর সারদা শিশু তীর্থ স্কুলের মাঠে শ্রী কৃষ্ণের পুজো ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু হয় পাশাপাশি এদিন বুনিয়াদ পুর এর পীর্তলা এলাকা থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বেরিয়ে বুনিয়াদ পুর শহর পরিক্রমা করে। এদিনের জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে ছোটো ছোটো কচি কাচা রা সকলেই কৃষ্ণ সেজে এই বর্ণাঢ্য যাত্রার শোভাবর্ধন করে । এলাকা বাসী দের মধ্যে, এই ক্ষুদে কৃষ্ণ দের দেখতে এবং এই বর্ণাঢ্য দৃশ্য মোবাইল এ সংরক্ষণ করে রাখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।