ভারতীয় জনতা পার্টির ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি- দিকে দিকে তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাস পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্ব এবং পূর্ব বর্ধমানের কালনার বেগপুর, ঘনশ্যামপুরে তৃণমূল কংগ্রেসের লাগাম ছাড়া সন্ত্রাসের প্রতিবাদে বুলবুলিতলা পুলিশ ফাঁড়িতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ধনঞ্জয় হালদার, জেলা যুব সভাপতি শুভদীপ মাপদার, জেলা মহিলা মোর্চা সভানেত্রী নীলিমা রায়, 22 নম্বর জেডপীর মন্ডল সভাপতি নিমাই মন্ডল এবং কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। জেলার যুব সভাপতি শুভদীপ মাপদার বলেন বুলবুলিতলা পুলিশ ফাঁড়ি সংলগ্ন যে চারটি পঞ্চায়েত আছে, সেই চারটি পঞ্চায়েতে বিজেপি কর্মীদের উপর অত্যাচার, বাড়ি ভাঙচুর এবং পুলিশের সামনে বোমাবাজি করেছে শাসকদল। তাই পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে নাহলে এর থেকে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো।
