শার্লিনের মতো ফিট শরীর প্রয়োজন, নায়িকাকেই ভালো ট্রেনার খুঁজে দিতে বললেন ভক্ত
Read Time:1 Minute, 13 Second
নিজের শরীরকে দর্শকদের সামনে তুলে ধরতে কোন চেষ্টারই কসুর রাখেন না বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বরাবরই খোলমেলা পোশাকে ছবি শেয়ার করে থাকেন শার্লিন।
এহেন শার্লিনকে একটা ভালো ট্রেনার খুঁজে দিতে বললো তারই এক ভক্ত। আসলে সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন শার্লিন।
যে ছবিতে শার্লিনকে বেশ খোলামেলা অবস্থায় দেখা গেছে। শার্লিন যে শারীরিক দিক থেকে কোন পর্যায়ের ফিট রেখেছেন নিজেকে সেই প্রমাণও পাওয়া গেছে এই ছবিতেই।
আর এই ছবি দেখেই শার্লিনের এক ভক্তর বায়না, “দিদি আপনার মতো ফিট শরীর চাই, একটা ভালো ট্রেনার খুঁজে দিন না”। শার্লিন তাঁর এই ভক্তের আবদার রাখেন কীনা এখন সেতাই দেখার।