স্থায়ী মাসিক বেতনের দাবিতে জেলাশাসকের হাতে ডেপুটেশন তুলে দিল পূর্ব মেদিনীপুরের গ্রামীন সম্পদ কর্মীরা
সঞ্জয় কাপড়ী পূর্ব মেদিনীপুর:-জেলায় কয়টি ব্লক ২৩০০ গ্রামীন সম্পদ কর্মী কাজ করে থাকেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি সচেতন করতে গ্রামে গ্রামে এইসব গ্রামীন সম্পদ কর্মীরা কাজ করে থাকেন। গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব গ্রামীন সম্পদ কর্মীদের সুযোগ সুবিধা এবং বেতন পরিকাঠামো বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনের পরে কয়েক মাস কেটে গেলেও গ্রামীন সম্পদ কর্মীদের কোনরকম সুরাহা হয়নি। মঙ্গলবার পূর্ব মেদনীপুর জেলাশাসকের দপ্তরে হাজারখানেক গ্রামীন সম্পদ কর্মী ডেপুটেশন দেন। তাদের দাবি গুলি হল 62 বছর পর্যন্ত স্থায়ী চাকুরি সুনিশ্চিত করতে হবে। স্থায়ী মাসিক বেতনের ব্যবস্থা করতে হবে। সরকারি স্থায়ী কর্মচারীদের ন্যায় সমমর্যাদা দেওয়ার দাবিতে সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মীদের এই ডেপুটেশন। জেলাশাসকের দপ্তরে অতিরিক্ত জেলা শাসক সুদীপ সরকার এর হাতে দাবি পত্র তুলে দেন গ্রামীন সম্পদ কর্মীদের নেতৃত্বরা।