দোরগোড়ায় পুজো, জরকদমে প্রতিমা তৈরির কাজ চলছে আলিপুরদুয়ারে
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার:- ‘আকাশে বাতাসে পুজোর গন্ধ লেগেছে।’ আর শরত মানেই মা এর আগমন, দুর্গা পুজা। বর্ষার কালো মেঘ, গম্ভীর পরিবেশ, হাঁটু জল সবকিছুকে পিছনে ফেলে কাশফুল আর পেঁজা তুলোর মতো মেঘ যেন জানান দিচ্ছে মা আসছেন। হাতে আর মাত্র কয়েকটি দিন, তারপর আপামর বাঙালি মেতে উঠবে মা এর আগমনে, মেতে উঠবে আনন্দ উৎসবে, মেতে উঠবে নতুন নতুন সাজ পোশাকে। বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’ এর মধ্যে সবথেকে বড় পার্বণ হিসাবে দুর্গা পুজার নাম ই প্রথম সারিতে। পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চুরান্ত বাস্ততা চোখে পড়ল কুমোরটুলিতে। নাওয়া-খাওয়া ভুলে ইতিমধ্যে কুমোরটুলির প্রায় সকল প্রতিমা শিল্পীদের ব্যাস্ততা এখন তুঙ্গে ।

দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিনরাত চলছে কাজ। ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পযার্য়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জর কাজ। আলিপুরদুয়ারের ফালাকাটা প্রতিমা নির্মাণ কারখানায় ঘুরে দেখা মিলল প্রতিমা তৈরির জোর বেশি দেওয়া হয়েছে । এছাড়াও আলিপুরদুয়ারের অন্যতম নোনাই, আলিপুর হাট খোলা, কামাখাগুড়ি সহ বিভিন্ন জাগায় প্রতিমা নির্মাণের কাজ চলছে জোর কদমে । এদিন আলিপুরদুয়ার হাট খোলার মৃৎশিল্পী জয় পাল জানান,”এবার বাজার খুব খারাপ কি হবে বুঝতে পারছিনা । এক সময় প্রতিমা আসাম যেত এখন যায়না । নতুন ধরনের এবার কিছু প্রতিমা আছে কারখানায় । তবে কাস্টমারের দেখা নেই”।
