সবুজ সাথীর সাইকেল বিতরণ
Read Time:1 Minute, 13 Second
ধ্রুব জ্যোতি মহন্ত- দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের উদ্যোগে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলি করা হলো। এদিন সকাল এগারোটা থেকে কুশমন্ডি হাইস্কুলে নবম শ্রেণীর 380 জন ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেয়া হয়। নতুন সাইকেল হাতে পেয়ে ছাত্র ছাত্রী দের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। স্কুলের ছাত্রী মৌসুমী সরকার জানায়” এযাবৎ কাল ধরে আমাদের স্কুলে যাতায়াত করতে খুব সমস্যা হতো , দিদি আমাদের সমস্যা বুঝে সাইকেল দিয়েছে, আমরা আজ খুব খুশি”। সাইকেল বিতরণের প্রসঙ্গে, কুসুমন্ডি ব্লকের ভিডিও মোহাম্মদ জাকারিয়া বলেন” আজ আমরা ৩৮০ টি সাইকেল বিতরণ করেছি ,আর কয়েক দিনের মধ্যেই এবছরের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ প্রক্রিয়া শেষ হবে”।