মহিষাদল রাজ কলেজ তৃনমুল ছাত্র পরিষদের উদ্যোগে আয়জিত হল রক্তদান শিবির
মহিষাদল:-বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তসংগ্রহের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সংগঠকরা। বর্তমানে যেভাবে রক্তের অভাবে মুমূর্ষ রোগীর মৃত্যু বাড়ছে তা নিবারণের উদ্দেশ্যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখে এক বড়মাপের রক্তদান শিবিরের আয়োজন করে কলেজের ছাত্র সংগঠন। এদিন পতাকা উত্তোলনের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় এদিনের মূল অনুষ্ঠানের। বুধবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই উপলক্ষে মহিষাদল রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের তরফ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। গৃহীত রক্ত তুলে দেওয়া হয় তমলুক ব্লাড ব্যাঙ্কের হাতে। ভবিষ্যতে যাতে আর কোনো মুমূর্ষু রোগীকে রক্তের অভাবে জীবন দিতে হয় সেজন্যই এই উদ্যোগ বলে জানায় মহিষাদল রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের ছাত্র সংগঠকরা। রক্তদাতা তথা কলেজের ছাত্র পুর্ণেন্দু রায় জানান,”বর্তমানে রক্তের আকাল এমন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে তাতে ভবিষ্যতে এধরনের উদ্যোগ আরও গ্রহণ করা দরকার।”। এদিনের এই রক্তদান শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজের পরিচালন সমিতির সভাপতি তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ অসিম কুমার বেরা, অধ্যাপক সুবিকাশ মুখার্জি, মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস, কলেজের সাধারণ সম্পাদক প্রকাশ পাল ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি উত্তম সামাজি সহ বিশিষ্ট জনেরা।