চুঁচুড়ার ভারতী বিদ্যাভবনে হঠাৎ আগমন বিধায়কের
Read Time:45 Second
প্রিয়া করাতি- চুঁচুড়ার ভারতী বিদ্যাভবন স্কুলে সারপ্রাইজ ভিসিট বিধায়ক অসীত মজুমদারের।স্কুলে মিড ডে মিল ঠিক চলছে কিনা,শিক্ষকরা সময়ে আসে কিনা দেখতেই হঠাৎ হাজির বিধায়ক।মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাই এই স্কুল ভিসিট বলেন বিধায়ক।আজ দুদিন শিক্ষক অনুপস্থিত রয়েছেন স্কুলে। দেরীতে স্কুলে আসা যাবে না। ডিসিপ্লিনে নজর দিতে হবে।শিক্ষকরা ভালো হলে স্কুলে শিশুর সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি।
