নেইমার কী আবার ফিরছেন বার্সায়, জোর জল্পনা
Read Time:58 Second
নিউজডেস্ক- ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার কী আবার তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন। আপাতত এই প্রশ্নকে ঘিরেই জোর জল্পনা আন্তর্জাতিক ফুটবল মহলে। সূত্রের খবর, বার্সা কতৃপক্ষ নাকি প্রায় পাকা কথা সেরে ফেলেছেন নেইমারের বর্তমান ক্লাব প্যারিস সাঁ জা’র কর্তাদের সাথে। জানা যাচ্ছে, মঙ্গলবার প্যারিসে এক গোপন বৈঠকে নেইমার সংক্রান্ত সমস্ত চুক্তি প্রায় সেরে ফেলেছেন। তবে ঠিক কী কী শর্তে নেইমারকে প্যারিস সাঁ জা থেকে বার্সেলোনাতে ফেরানো হচ্ছে তা নিয়ে এখনো
সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেনি কেউই।
