আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতি গ্রেপ্তার নিউটাউনে
Read Time:1 Minute, 25 Second
নিজস্ব প্রতিনিধি- আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো অস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী।নিউটাউন আকাঙ্খা মোড় থেকে গ্রেফতার করা হয় এদের।গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।ডাকাতির উদ্যেশে জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে সোর্স মারফত খবর পায় নিউটাউন আকাঙ্খা মোড়ের কাছে অন্ধকারে বেশ কিছু যুবক জড়ো হয়ে আছে।তাদের কাছে অস্ত্র রয়েছে।সেই খবরের ভিত্তিতে নিউটাউন থানার পুলিশ সেখানে যায়।পুলিশ দেখে তারা ছুটতে শুরু করে।পুলিশ তাদের কে ধাওয়া করে দুজনকে ধরে ফেলে।তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বন্দুক এক রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা ডাকাতির উদ্যেশে জড়ো হয়েছিল।বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।