ভগবানপুর থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার
Read Time:53 Second
কাঁথি:-জেলা জুড়ে মহিলা কর্মীদের উপর শাসকদের হার্মাদ ও গুন্ডা বাহিনীর আক্রমণ ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিজেপি মহিলা সকাল ১১ টায় ভগবানপুর-২ পশ্চিম মণ্ডলে,মোর্চা দ্বারা থানা ঘেরাও কর্মসূচি চলছে। উপস্থিত আছেন জেলা মহিলা মোর্চার সভানেত্রী রুবি মান্ন, সাধারণ সম্পাদিকা শ্রাবন্তী বেরা সহ মহিলা মোর্চার অন্যান্য নেত্রীবৃন্দ। থানা ঘেরাও ও বিক্ষোভ আন্দোলনকে জোরদার করতে উপস্থিত আছেন পূর্বতন জেলা সভাপতি তপন মাইতি, প্রভাবশালী নেতা স্বপন রায় সহ অন্যান্যরা।