এগিয়ে বাংলা গড়ছে দৃষ্টান্ত
Read Time:51 Second
নিউজডেস্ক- এভাবেই পাশে থাকা যায়। সঙ্গে দেওয়া যায় সামাজিক বার্তা। স্বেচ্ছাসেবি সংগঠন এনজিও এগিয়ে বাংলার কর্মকাণ্ডে ফুটে উঠেছে এই সামাজিক দৃষ্টান্ত। আঠাশ অাগস্ট বুধবার সকাল 11 ঘটিকায় এগিয়ে বাংলার তরফ থেকে হাওড়া যক্ষা হাসপাতালে ভর্তি সমস্ত রোগীদের ও কর্মীদের দুপুরের খাবার ও উপহারের ব্যবস্থা করা হয়।সংস্থার সভাপতি রাহুল অধিকারী জানান , আগামীদিনে হাওড়া জেলার সমস্ত সরকারি হাসপাতালে রুগীদের সাথে অনুষ্ঠান করাই হলো তাঁদের লক্ষ্য ।