তৃনমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত নানুর
Read Time:1 Minute, 20 Second
নিজস্ব প্রতিনিধি- এবার নানুরে তৃণমূলে গোষ্ঠীদন্ডের জেরে আক্রান্ত হলেন তৃণমূলের কয়েকজন কর্মী ! জানা যায় নানুর এলাকায় কয়েকজন দুষ্কৃতী বৃহস্পতিবার গ্রামে ঢুকে বেপরোয়া বোমাবাজি শুরু করে ! শুধুই তাই নয় ওই গ্রামে কয়েকজন যুবককে বেধড়ক মারধর করে ! এবং তাদের বাড়ি ঘর ভাঙচুর করে ! সূত্রের খবর , আক্রান্ত ওই যুবকেরা ওই গ্রামে তৃণমূল কর্মী নামে পরিচিত ছিলেন ! তারা তৃণমূলের সমর্থক হয়েই কাজ করতো ! কিন্তু অভিযোগ দলের কয়েকজন সন্দেহ করে যে তারা বিজেপিতে ঘেঁষছে ! আর সেই কারণে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ! জানা যায় ওই আক্রান্ত যুবকেরা বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড কেন এখনও তারা পায়নি সেই প্রশ্ন করায় তাদেরকে বেধড়ক করে বলে অভিযোগ করে তারা ! ঘটনার পরই থমথমে এলাকা ! পুলিশ টহল দিচ্ছে এলাকাতেই !