বালুরঘাটের বেসরকারি বাস চালকদের ধর্মঘটের ডাক
দক্ষিণ দিনাজপুর,ধ্রুবজ্যোতি মহন্ত)-দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের, লষ্করহাট এলাকায় শনিবার দুপুর 10 টা নাগাদ , সরকারি বাস এর সাথে বালুরঘাট গামী এক বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় উভয় পক্ষের কেউই গুরুতর আহত হয়নি। ঘটনার পরপরই বেসরকারি বাস চালক কে বেদম প্রহার করেন সরকারি বাস এর স্টাফরা। এই ঘটনার প্রতিবাদে জেলার সদর শহর বালুরঘাটের বেসরকারি বাস চালক এবং পরিবহন কর্মীরা চকভৃগু বাসষ্ট্যান্ড এ প্রতিবাদে সামিল হয়ে বাস ধর্মঘট এর ডাক দেন। যার ফল স্বরূপ নিত্য যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরিবহন কর্মীদের হটাৎ এহেন ধর্মঘট ডাকা র ফলে, অনেক যাত্রী গণ বাধ্য হয়ে বাড়ির অভিমুখে ফিরে যায় । এই বিষয়ে এক বাস কর্মী বলেন” আমাদের কর্মীকে তপনের লস্করের সরকারি বাস চালক রা গাড়ি থামিয়ে বিনা দোষে মারধর করেছে , তারই প্রতিবাদে আমরা আজ বালুরঘাট বাসষ্ট্যান্ড থেকে বাস ধর্মঘট এর ডাক দিয়েছি।”