হারিয়ে যাচ্ছে সুন্দর বন, কেটে ফেলা হচ্ছে গাছ, চলছে বেআইনি নির্মাণ
নিজস্ব প্রতিনিধি- একটি গাছ একটি প্রাণ এই উক্তিটি ছোট বেলা থেকেই শেখানো হয় স্কুল পড়ুয়াদের! শুধুই তাই নয় বিভিন্ন জায়গায় চলে গাছ লাগানো অভিযান! কিন্তু সেই বার্তাই যে মানুষের কাছে পৌঁছায় না তা বোঝা যায় জঙ্গল সাফ করে যখন হয় বেআইনি নির্মান! প্রশাসনের বুড়ো আঙুল দেখিয়ে এবার সুন্দর বনে চলছে গাছ কেটে গহ নির্মাণ! কেটে ফেলা হচ্ছে বহু জঙ্গলের মুলবান গাছ! এমনটাই অভিযোগ সুন্দরবনের অন্তর্গত ঝড়খালি বাসিন্দাদের! নদীর চরের জঙ্গলের গাছ কেটে অবৈধ নির্মাণ শুরু করেছে বেশ কিছু অসাধু ব্যবসাদাররা জানায় স্থানীয় বাসিন্দারা! কয়েক দিন আগে বনমন্ত্রী ব্রাত্য বসু এসে এই কাজের জন্য ধমক দিয়ে যান কিন্তু টনক নড়েনি কারো! এখনও চলছে বে আইনি নির্মাণ! কেটে ফেলা হচ্ছে সুন্দরী বনে সুন্দরী গাছ! সাফ করা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য! হারাচ্ছে সুন্দর পরিবেশ , হারাচ্ছে বন্যপ্রাণীর বাসস্থান! পরিবেশে আসছে দূষণ! তবুও হুঁশ নেই মানুষের!
ছবি সৌজন্যে- রোর মিডিয়া