বনদফতরের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, তপনে গ্রেফতার তৃণমূল নেতা
নিজস্ব সংবাদ, তপন, ১ সেপ্টেম্বর: বনদফতরের চাকরি দেওয়ার নাম করে ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ফের তপনে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতের নাম অসিত বরণ কুণ্ডু ( ৫৭ )। তপন থানার ফুলবাড়ি পালশা এলাকায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যও তিনি। শনিবার তাকে বালুরঘাট আদালতে তোলা হয়েছে। ধৃতকে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনায় আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, তপনের তপন থানার রামপুর এলাকার বাসিন্দা পিয়ার আলি মণ্ডল বনদফতরে চাকরির জন্য তপনের দুই তৃণমূল নেতা অহিদুল মহালত ও ইউসুফ আলিকে ৪ লক্ষ টাকা ঘুষ দেয়। এরপর দীর্ঘ দিন পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করে পিয়ার আলি মণ্ডল। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ তদন্তে নেমে আহিদুল ইউসুফ আলিকে গ্রেফতার করে।
ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদ করতেই আর এক তৃণমূল নেতা অসিত বরণ মণ্ডলের নাম জানা যায়। তিনিও এই ঘুষের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। এরপরই শনিবার সকালে অসিত বরণ কুণ্ডুকে গ্রেফতার করে তপন থানার পুলিশ। এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ পুরো ঘটনায় তদন্তে নেমেছে।
এবিষয়ে তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, অভিযুক্ত যে দলেরই হোক না কেন তাকে সাজা দেওয়া হবে। এখানে তৃণমূলের কোন ব্যাপার নেই।