দরিদ্র শিশুদের শিক্ষা দানের জন্য এগিয়ে এলেন একদল মানুষ,
Read Time:1 Minute, 7 Second
দক্ষিণ দিনাজপুর- শুধুমাত্র সমাজের পিছিয়ে পরা এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে , ” “ফোকাস ইন্ডিয়া ” সংস্থার উদ্যোগে , দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল দুর্গাপুরে গড়ে উঠল এক শিক্ষা প্রতিষ্ঠান “Darussalam public school”। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ইয়াকুব আলী ,মন্টু বর্মন, নুরুদ্দিন ফাইজি, ফাওয়াদ ফারাক এবং নর্থইস্টার্ন ইংলিশ অ্যাক্যাডেমি সম্পাদক তথা জেলার শিক্ষা আন্দোলনের কান্ডারী রাসনাউল আলম। তাদের এই মহৎ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জন।