সম কাজে সম বেতনের দাবিতে বালুরঘাট কলেজে অস্থায়ী কর্মীদের ধর্মঘট
বালুরঘাট, গোপাল সূত্রধর: সম কাজে সম বেতন এবং স্বীকৃতি সহ সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটে সামিল হল কলেজের অস্থায়ী কর্মীরা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ সহ বালুঘাট কলেজেও ধর্মঘটে সামিল হন পশ্চিমবঙ্গ রাজ্য অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা।
জানা গিয়েছে, রাজ্য সরকারের আইন অনুযায়ী সরকারের অস্থায়ী কর্মচারীদের স্বীকৃতি ও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা আছে। কিন্তু রাজ্যের সমস্ত কলেজের অস্থায়ী কর্মীরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ তাঁদের। কলেজে দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী কর্মীদের সরকারি স্বীকৃতি, স্থায়ীকরণ, কাজের নিরাপত্তা সহ সম কাজে সম বেতনের দাবি জানিয়েছেন কলেজের অস্থায়ী কর্মীরা।
এদিন পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের অস্থায়ী কর্মচারীরা ধর্মঘটের ডাক দেন। আজ সারা রাজ্য ব্যাপি ধর্মঘট পালন করা হয়। তবে বালুরঘাট কলেজে পরীক্ষা চলছে। সেই কারণের এই ধর্মঘটের প্রভাব যাতে পরীক্ষায় না পড়ে, সেই বিষয়ে নজর রাখেন আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা।
বালুরঘাট কলেজের অস্থায়ী কর্মী কল্লোল মাহাত জানান, “আজ সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাট কলেজেও ধর্মঘট পালন করা হয়। যেহেতু বালুঘাট কলেজে পরীক্ষা চলছে সেহেতু পরীক্ষাটি এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। বাদ বাকি কলেজের অন্যান্য কাজ এবং পঠন-পাঠন বন্ধ রয়েছে।”