সব্যসাচী দত্তের গণেশ পুজোয় হাজির মুকুল, দিলীপ
নিজস্ব প্রতিনিধি- সল্টলেক বিএফ সিএফ ব্লকের মৈত্রী সংঘের গণেশ পুজোয় একঝাঁক বিজেপি নেতা । এই গণেশ পুজো প্রাক্তন মেয়র তথা নিউটাউন এর তৃণমূল এর বিধায়ক সব্যসাচী দত্তের পুজো বলে পরিচিত। এই ক্লাবের সভাপতি সব্যসাচী দত্ত। পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। ছিলেন তৃণমূল এর বিধায়ক সব্যসাচী দত্ত, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপির রাজ্য পর্যবেক্ষক অরবিন্দ মেনন প্রমুখ। মৈত্রী সংঘের সভাপতি তৃণমূল এর বিধায়ক সব্যসাচী দত্ত। তাঁর ক্লাবের পুজোতে এক ঝাঁক ঝাঁক বিজেপি নেতৃত্বের ভিড় ঘিরে আবার জল্পনা তুঙ্গে। তবে কি আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত। যদিও তিনি এসব কথায় আমল দিচ্ছেন না সব্যসাচী দত্ত। তিনি বলেন, ক্লাবের গণেশ পুজো। সবাই আসতে পারেন।
গণেশ পুজোয় বিজেপির নেতৃত্ব আসায় জল্পনা উঠছে। পাশাপাশি পদ্মের আকারে মন্ডপ গড়ে তোলায় কানাঘুষো চলছে এবার কি জোরাফুল ছেড়ে হাতে পদ্ম ধরতে চললেন সব্যসাচী দত্ত।