রবিবার কামারহাটি বিধানসভার ২৪নং ওয়ার্ডের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির
নিউজডেস্ক- রবিবার কামারহাটি বিধানসভার তৃণমূল-কংগ্রেসের ২৪ নং ওয়ার্ডের পরিচালনায় আয়োজিত হল এক রক্তদান শিবির। শুধুই রক্তদান নয় পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দেওয়া হয় সম্বধর্ণা। এবং তার সাথে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মায়েদেরও সম্বধর্ণা দেওয়ার ব্যবস্থা করা হয় এই অনুষ্ঠানে। ছেলেমেয়েদের ভালো রেজাল্ট করার পিছনে শুধুই ছাত্রছাত্রীদের কৃতিত্ব থাকে না। এদের পাশে প্রয়োজন হয় অভিভাবকের! আর এই অভিভাবকদের মধ্যে বেশিভাগ জায়গায় গুরুত্ব পায় তাদের মায়েদের! তাই ছাত্রছাত্রীদের সাথে সাথে মায়েদেরও সম্বধর্ণা দেওয়া হয় এই অনুষ্ঠানে! এছাড়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে “দিদিকে বলো কর্মসূচি” প্রচার চালানো হয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্র, দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়, ড: প্রসূন পাঁজা, এবং লোকাল তৃণমূল-কংগ্রেসের কাউন্সিলররা, এছাড়া ছিলেন বিশিষ্ট চিকিৎসকেরা! এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কামারহাটি পুরসভার পরিষদ ও ২৪ নং ওয়ার্ডে পুরপিতা বিমল সাহা!
